ওসমানীনগরের প্রতিটি মানুষের জন্য লজ্জাজনক

ইকবাল আহমেদ
প্রকাশিত হয়েছে : ১২:১২:৪৯,অপরাহ্ন ০২ নভেম্বর ২০১৯প্রতিদিনের মত ব্যারিস্টার সুমন ফেসবুকে লাইভ করছিলেন আমি ভেবেছিলাম হয়তো দেশের অন্য কোথাও থেকে করতেছেন পরবর্তীতে অনলাইন নিউজ পোর্টাল এর মাধ্যমে জানতে পারলাম তিনি ওসমানীনগরের সাদিপুর ইউনিয়ন থেকে লাইভ প্রচার করতেছেন। লাইভে কিছু কথা বলেছেন এই কথাগুলি সত্যিই ওসমানীনগরের প্রতিটি মানুষের জন্য লজ্জাজনক, ওসমানীনগরে এত নেতা থাকতে বাইরের একজন মানুষ এসে লাইভ ভিডিও করে আমাদের রাস্তা পরিষ্কার করতে হয় এর চেয়ে লজ্জার আর কলঙ্কের কিছু হতে পারে না বিশেষ করে সাদিপুর ইউনিয়নের সর্বস্তরের নেতৃবৃন্দ( যারা প্রতিদিন সাদিপুরের ঐ রাস্তা দিয়ে চলাফেরা করেন) কেউ এর দায় এড়াতে পারেন না। পাশাপাশি ওসমানীনগর উপজেলা হাইওয়ে অংশে যে হাইওয়ে পুলিশ আছে তারা পল্লী বিদ্যুতের অফিস এবং ঠিকাদার প্রতিষ্ঠান যারা এই বিদ্যুতের খুঁটির সাথে জড়িত তাদেরকেও এর দায় নিতে হবে। সকলের লজ্জা হওয়া ও শিক্ষা নেওয়া উচিৎ এই বিষয়টি থেকে।
লেখক :
সহ-সভাপতি ওসমানীনগর উপজেলা যুবলীগ