ওসমানীনগরের বেশ কিছু টাকা পাওয়া গেছে, প্রমাণসহ যোগাযোগের অনুরোধ

বালাগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ১২:৪১:৩১,অপরাহ্ন ২২ অক্টোবর ২০১৯ওসমানীনগরের মাদার বাজারে বেশ কিছু টাকা পাওয়া গেছে। গত ১৬ অক্টোবর উসমানপুর ইউনিয়নের মাদারবাজারে এই টাকা পাওয়া যায়। ইয়াকুব আলী মিছির সুরমা নিউজ টুয়েন্টি ফোর ডটকমকে বলেন, আলাউদ্দিন বিশ্বাস টাকাগুলো পেয়েছেন। টাকার মালিক উপযুক্ত প্রমাণসহ নিম্নের নাম্বারে যোগাযোগের অনুরোধ। ০১৭৫৩০৪৫৮৮৪। আলাউদ্দিন বিশ্বাস ০১৭১৬৮১৭৮৪৪।