ওসমানীনগরের ভাগলপুর রাস্তার পাকাকরণ কাজ শুরু

ওসমানীনগর প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ৮:৪৮:২৯,অপরাহ্ন ২১ অক্টোবর ২০১৯ওসমানীনগর উপজেলার ভাগলপুর রাস্তার পাকাকরণের কাজ শুরু হয়েছে সিলেট-২ আসনের মাননীয় সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খান মহোদয়ের মাধ্যমে ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের কাগজপুর-ভাগলপুর-মোতিয়ারগাও-হলিমপুর গ্রামের দেড় কিলোমিটার কাচা রাস্তা কাগজপুর থেকে হলিমপুর পর্যন্ত পাকা করণের কাজ শুরু হয়েছে।
আজ সোমবার সকালে সিলেটের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান হলিমপুর-মোতিয়ারগাও গ্রামের অংশ থেকে রাস্তার মাটি কেটে বক্স করা শুরু করে। কাচা রাস্তার মধ্যে ওসমানীনগরে বর্তমান সময়ে প্রথম রাস্তার কাজ শুরু হল। প্রায় ১কোটি ১৫ লাখ টাকা ব্যয়ে রাস্তাটির কাজ সম্পন্ন হলে এলাকার কয়েক হাজার মানুষ উপকৃত হবে। এলাকাবাসী মাননীয় সংসদ সদস্য মহোদয়কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।