ওসমানীনগরের মাদরাসা এমপিওভূক্তিতে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ

ওসমানীনগর প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ৯:৪৭:৩০,অপরাহ্ন ২৮ অক্টোবর ২০১৯ওসমানীনগরের চাতলপাড় জামেয়া ইসলামিয়া দাখিল মাদরাসা এমপিওভূক্ত হওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আনন্দ মিছিল ও মিষ্টি বিতবরণ করা হয়েছে। সোমবার সকাল ১১টায় মাদরাসার শিক্ষক শিক্ষার্থী পরিচালনা কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে আনন্দ মিছিল পরবর্তি সমাবেশ ও মিষ্টি বিতরণ অনুষ্টিত হয়।
সাদীপুর ইউনিয়নের একমাত্র দাখিল মাদরাসা চাতলপাড় জামেয়া ইসলামিয়া দাখিল মাদরাসা এমপিওর্ভক্তি হওয়ায় মাদরাসা প্রাঙ্গণ থেকে মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী, পরিচালনা কমিটি ও এলাকাবাসীর আনন্দ মিছিল শুরু হয়ে চাতলপাড় গ্রাম, চাতলপাড় বাজার, রহমতপুর পদক্ষিণ করে স্থানীয় চাতলপাড় বাজারে এসে এক সমাবেশের আয়োজন করে।
মাদরাসার সুপার মাওলানা আব্দুল হাই এর সভাপতিত্বে ও সহ-সুপার মাওলানা নাজিম উদ্দিনের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন রহমতপুর উচ্চ বিদ্যালয় পরিচালানা কমিটির সভাপতি আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি দিলোয়ার হোসেন দিলশাদ।
বক্তব্য রাখেন, সমাজসেবক ছামির আলী শেখ, আজির হোসেন মামুন, রাসন আলী, মোশাহিদ আলী, আব্দুল আজিজ, চাতলপাড় বাজার পরিচালনা কমিটির সভাপতি আজির উদ্দিন, মাদরাসার শিক্ষক মাওলানা মুফতি আল আমিন ইসলাম, সাবেক শিক্ষার্থী প্রাইমারি শিক্ষক মনসুর আহমদ।
উপস্থিত ছিলেন শিক্ষক মাওলানা মাহবুবুর রহমান,মাওলানা আব্দুল ওয়াদুদ, মাওলানা আব্দুশ শহিদ, জ্যোৎস্না বেগম, শাহিনা বেগম, মাওলানা আতিকুর রহমান, মাওলানা তারিক উদ্দিন, মাওলানা শাহনুর আহমদ, মাওলানা কেফায়েত উল্লাহ, সমাজকর্মী জুবায়ের আল মকসুদ, মাদরাসা প্রতিষ্টাতা পরিবারের সদস্য দিলোয়ার হোসেন, সাবেক শিক্ষার্থী মুহিবুর রহমান প্রমুখ।
অনুষ্টানে কোরআন থেকে তেলাওয়াত করেন মাদরাসার শিক্ষার্র্থী হাফিজ নাহিদ আহমদ। সমাবেশ শেষে উপস্থিত সকলের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।