ওসমানীনগরের সাদিপুরে বন্যাদুর্গত ২’শ পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ

ওসমানীনগর প্রতিনিধি :
প্রকাশিত হয়েছে : ৮:৫৫:৫৪,অপরাহ্ন ১০ জুন ২০২২সিলেটের ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়নে প্রায় দুইশত পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (১০ জুন) সকালে ওসমানী স্মৃতি পরিষদ কানাডার উদ্যোগে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল, পিয়াজ, আলু, ডাল ও সয়াবিন তেল ।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী। তিনি তার বক্তব্যে ওসমানী স্মৃতি পরিষদ, কানাডার নেতৃবৃন্দকে কৃতজ্ঞতা জানান । তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলের নৈতিক দায়িত্ব। মানবিক কাজে ও অসহায় মানুষের সাহায্যে যার যার অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ওসমানী নগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, সাদিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাহেদ আহমদ মুছা, ওসমানী মেমোরিয়াল ট্রাস্ট, ঢাকার ট্রাস্টি ব্যাংকার টিটু ওসমানী।
এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা তফজ্জুল হোসেন, ইসকন্দর আলী, সেলিম রেজা,ফারুক মিয়া প্রমুখ।
ত্রাণ পেয়ে খুশি হন বন্যাদুর্গত ব্যক্তিরা। তারা ওসমানী স্মৃতি পরিষদের প্রতি ধন্যবাদ জানান।