ওসমানীনগরে আশা ট্রাস্ট ইউকের নগদ অর্থ বিতরণ

ওসমানীনগর প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ৮:৪১:৪৩,অপরাহ্ন ০৭ জুলাই ২০২২সিলেটের ওসমানীনগরে আশা ট্রাস্ট ইউকের উদ্যোগে ঈদ-উল আযহা ও বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ জুলাাই) দুপুরে উপজেলার ফকিরাবাদ গ্রামের হাজী শাহ দিলাওর আলীর বাড়িতে ক্ষতিগ্রস্থ এসব পরিবারকে প্রায় এক লক্ষ পনের হাজার টাকা বিতরণ করা হয়।
শাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও এডভোকেট সাকী শাহ ফরিদী’র সঞ্চলনায় নগদ অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ওসমানীনগর সার্কেল সিলেট।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ২নং সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেদ আহমদ (ভিপি মুছা), বালাগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ লিয়াকত শাহ ফরিদী, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনা মিয়া, যুক্তরাজ্য কমিউনিটি নেতা আনহার আহমদ, ফরহাদ আহমদ, মনসুর আহমদ, বোরহান হোসেন প্রমুখ।