ওসমানীনগরে ইংলিশ মেন্টরে ফ্রি ব্লাড ক্যাম্পেইন সম্পন্ন

সুরমা নিউজ:
প্রকাশিত হয়েছে : ১১:৫৩:১৬,অপরাহ্ন ১৭ অক্টোবর ২০১৯ওসমানীনগরের গোয়ালাবাজারে ইংরেজি ভাষা ও কম্পিউটার শিক্ষা প্রতিষ্ঠান ইংলিশ মেন্টর এর উদ্যোগে আল হাসানাহ রক্তদান সোসাইটির পক্ষ থেকে ফ্রি ব্লাড ক্যাম্পেইন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার ইংলিশ মেন্টর ক্যাম্পাস গোয়ালাবাজারস্থ হারুন ম্যানশনের ২য় তলায় সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল ৩টা পর্যন্ত ফ্রি ব্লাড টেষ্ট অনুষ্ঠিত হয়। এসময় ইংলিশ মেন্টরের শিক্ষকসহ প্রায় শতাধিক মানুষ নিজেদের ব্লাড গ্রুপ জেনে মানবতার সেবায় নিতে আসেন।
এসময় উপস্থিত ছিলেন আল হাসানাহ’র পরিচালক মাওলানা যাকারিয়া যাকি, আল হাসানাহ’র সদস্য ও শুভাকাঙ্ক্ষীবৃন্দ যথাক্রমে দিলাল আহমেদ, ইংলিশ মেন্টর এর প্রধান পরিচালক আব্দুল আলীম সুহেল, ডিটিএলবির পরিচালক মুফতী মিনহাজ মিলাদ। ইংলিশ মেন্টরের শিক্ষক জুনেদ আহমদ জয়, জাকারিয়া আহমদসহ আরো অনেকে।
ক্যাম্পিংয়ের দায়ীত্বে ছিলেন, টেকনিশিয়ান হাফিজ মাওলানা মুহাম্মাদ সাইম উদ্দিন, ইমাদ বিন রফিক্ব, সাহেল আহমদ, মিজান আহমদ প্রমুখ।
উল্লেখ্য, ইংলিশ মেন্টরের টিচারস সহ প্রায় শতাধিক স্টুডেন্টস ও আশেপাশের লোকজন নিজেদের ব্লাড গ্রুপ জেনে মানবতার সেবায় নিজেকে যুক্ত করতে প্রত্যয় ব্যক্ত করে মূমূর্ষ রোগীদের রক্তদানের জন্য সদস্য হয়েছেন।