ওসমানীনগরে ইউপি চেয়ারম্যানের ব্যবসা প্রতিষ্ঠানসহ তিন দোকারে চুরি

ওসমানীনগর প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ৮:১৮:৪৩,অপরাহ্ন ১৫ ডিসেম্বর ২০২২ওসমানীনগরের তাজপুরবাজারে স্থানীয় তাজপুর ইউপি চেয়ারম্যান অরুনোদয় পাল ঝলকের মালিকানাধীন পাল কমপ্লেক্সের পেছনের গেইট কেটে তিন টি দোকান থেকে নগদ টাকাসহ প্রায় সাড়ে ৩লক্ষ টাকার মালামাল চুরি হয়েছে।
মা টেলিকমের স্বত্বাধিকারী সংকর দেব জানান, বুধবার দিবাগত রাতে মার্কেটের ব্যবসায়ীরা প্রতিদিনের ন্যয় দোকান বন্ধ করে যার যার বাড়িতে চলে যাই। বৃহস্পতিবার সকালে মার্কেটে এসে দেখি আমার দোকানের অর্ধেক শাটার খোলা। তখন আমি হতভম্ব হয়ে যাই। তখন দেখি দোকানে রাখা বিকাশ ব্যবসার নগদ ১লক্ষ ৭০ হাজার টাকা, ১লক্ষ ৬০হাজার টাকা মূল্যের নতুন, পুরাতন মোবাইল সেট চুরি হয়েছে।
চোরেরা ইউপি চেয়ারম্যান ঝলক পালের দোকান অয়ন ফ্যাশন এর তালা ভেঙ্গে ১টি ল্যাপটপ ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি চঞ্চল পালের মা সুজ এর তালা ভাঙ্গলেও কোন কিছু নেয়নি। উপজেলা স্বেচ্চাসেবকলীগের সভাপতি চঞ্চল পাল চুরির সত্যতা নিশ্চিত করেছেন।
ওসমানীনগর থানার ওসি এসএম মাঈন উদ্দিন বলেন, শুনেছি দোকান ৩টি চুরি হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।