ওসমানীনগরে ঈদে মীলাদুন্নবী (সা.) র্যালী বাস্তবায়ন কমিটি গঠন

মোঃ আব্দুস শহিদঃ
প্রকাশিত হয়েছে : ১২:১৭:৪৬,অপরাহ্ন ০৯ নভেম্বর ২০১৯পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে জালালিয়া আল-কোরআন গবেষনা পরিষদ ওসমানীনগর- বালাগন্জের উদ্দোগ্যে এবং বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ ও তালামীযে ইসলামিয়া ওসমানীনগর উপজেলার বাস্তবায়নে আগামী ১৪ নভেম্বর ওসমানীনগরে বর্নাঢ্য র্যালী বের হবে।
এদিকে র্যালী বাস্তবায়নের লক্ষ্যে গতকাল ৭ নভেম্বর বৃহঃবার জালালিয়া আল- কোরআন গবেষনা পরিষদ এবং ওসমানীনগর আল-ইসলাহ তালামীযের যৌথ সভায় ”ঈদে মীলাদুন্নবী (সা.) র্যালী বাস্তবায়ন কমিটি ওসমানীনগর” ঘোষণা করেছেন । আনজুমানে আল-ইসলাহ ওসমানীনগরের সাধারন সম্পাদক মাওঃ আব্দুল মতিন গজনবীকে আহবায়ক ও তালামীযে ইসলামিয়া ওসমানীনগরের সভাপতি মাহবুব খাঁনকে সদস্য সচিব করে ঘোষিত কমিটিতে রয়েছেন যুগ্ম আহবায়ক মাও. এম.এ.রব, আজির উদ্দিন মেম্বার, হাজী ধন মিয়া। সদস্য-মাওঃ ইউনুছ আলী, সাংবাদিক মাওঃ আবুল কালাম আজাদ , মাও. আবুল কালাম আজাদ, হা: মো: আজাদ আলী, মাওঃ আমিনুল ইসলাম, ফয়ছল ইসলাম, জাকির হোসাইন, তোফাজ্জল হোসেন, তুহিন আহমদ ও ক্বারী সালেহ আহমদ।