ওসমানীনগরে এসএসসি ও দাখিলে অতিরিক্ত ফি আদায় না করার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত হয়েছে : ১০:১১:১৭,অপরাহ্ন ০৯ নভেম্বর ২০১৯মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও দাখিল পরীক্ষার ফরম পূরণে নির্ধারিত ফির বাইরে শিক্ষার্থীদের কাছ থেকে বাড়তি অর্থ আদায় না করার নির্দেশ দিয়েছেন ওসমানীনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার স্বপন কুমার চক্রবর্তী সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওসমানীনগর উপজেলার অন্তর্ভুক্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চলমান এসএসসি ও দাখিল পরিক্ষার ফরম ফিলাপে অতিরিক্ত ফি আদায় করা হচ্ছে বলে একাধিক মাধ্যমে তথ্য পেয়েছেন। ফরম ফিলাপ নীতিমালা অনুযায়ী বোর্ড নির্ধারিত ফির বাহিরে কোন ফি গ্রহনের কোন সুযোগ নেই।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার স্বপন কুমার চক্রবর্তী সুরমা নিউজ ডটনেটকে বলেন, ফির বিষয়ে কোন নির্দেশনা আমাদের দেওয়া হয়না। এটা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পাঠানো হয়। তবে ফি ১৮০০ থেকে ১৮৫০ এর মধ্যে বলে আমি জানি।
জানা যায়, সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রজ্ঞাপনে জানানো হয় নিয়মিত পরিক্ষার্থীর প্রতি বিষয়ে ফি ১০০ টাকা, ব্যবহারিক পরিক্ষার প্রতি বিষয় ৩০ টাকা, একাডেমিক ট্রান্সক্রিপ্ট ফি ৪০ টাকা, সনদ ফি শিক্ষার্থী ১০০ টাকা, বয় স্কাউট ও গার্লস গাইড ১৫ টাকা, জাতীয় শিক্ষা সপ্তাহ ৫ টাকা, রেড ক্রিসেন্ট ২০ টাকা, বিএনসিসি ফি ৫ টাকা, অনলাইন ফি ৫ টাকা। উন্নয়ন ফি ৫০ টাকা, কেন্দ্র ফি ৪০০ টাকা (ব্যবহারিক পরীক্ষা যাদের আছে) যাদের নাই তাদের ৩৫০ টাকা, বার্ষিক ক্রীড়া মঞ্জুরী ফি প্রতিষ্টান প্রতি ৩০০ টাকা। অনিয়মিত পরীক্ষার্থী হলে ফি বাড়তি ১০০ টাকা।