ওসমানীনগরে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন

ওসমানীনগর প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ৮:১৬:৪০,অপরাহ্ন ২৬ অক্টোবর ২০১৯ওসমানীনগরে ‘পুলিশের সঙ্গে কাজ করি মাদক-জঙ্গী-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি’ এ স্লোগান নিয়ে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন করা হয়েছে। শনিবার বিকালে এ উপলক্ষে ওসমানীনগর থানা পুলিশের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে থানা সম্মুখে গিয়ে শেষ হয়। র্যালিতে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের স্কাউট শিক্ষার্থীরা ব্যান্ড সহযোগে অংশ নেয়।
পরে এ উপলক্ষে থানা হল রুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগ ও কমিউনিটি পুলিশের সভাপতি আতাউর রহমান।
কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক আবদাল মিয়ার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) এসএম মাইন উদ্দিন, আওয়ামী লীগ নেতা হারুন মিয়া, উমর পুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম কিবরিয়া, গোয়ালাবাজার ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান মানিক, ওসমানীনগর উপজেলা যুবলীগ সভাপতি আনা মিয়া, সেচ্ছাসেবকলীগ আহবায়ক চঞ্চল পাল, যুবলীগ নেতা ইকবাল আহমদ প্রমুখ।
সভায় সাংবাদিক, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ কমিউনিটি পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।