ওসমানীনগরে কিশোরীকে তুলে নিয়ে করে ধর্ষণ

ওসমানীনগর প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ৮:২৮:৩৭,অপরাহ্ন ১৫ অক্টোবর ২০১৯ওসমানীনগরে এক হতদরিদ্র পরিবারের কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে ধর্ষিতার মামা বাদি হয়ে ওসমানীনগর থানায় একটি মামলা দায়ের করেছেন।
অভিযোগ থেকে জানা যায়, ৮অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উক্ত কিশোরী (১৫) ঘরের পেছনে বাথরুমে যাওয়ার পথে প্রতিবেশী ইজাজুল তার মুখ চেঁপে নিজ বসত ঘরে তুলে নিয়ে ধর্ষণ করে। পরবর্তীতে কিশোরী মেয়েটি তার স্বজনদের বিষয়টি জানালে তাৎক্ষণিকভাবে এলাকার গণ্যমান্য লোকদের উপস্থিতিতে ইজাজুল ধর্ষণের কথা স্বীকার করে।
এ ব্যাপারে মঙ্গলবার বিকেলে কিশোরীর মামা ইছন উল্যা বাদী হয়ে ওসমানীনগর থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ তা মামলা হিসেবে গ্রহণ করে। অভিযুক্ত ইজাজুল ইসলাম (১৯) উপজেলার পশ্চিম পৈলনপুর ইউপির গলমুকাপন (দক্ষিণ পাড়া) গ্রামের সাদেক উল্যার ছেলে।
ওসমানীনগর থানার ওসি (তদন্ত) এস এম মাইন উদ্দিন বিষয়টি স্বীকার করে বলেন, ডাক্তারী পরীক্ষার জন্য ধর্ষিতাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে প্রেরণ করা হয়েছে। আ সামী ধরতে পুলিশি অভিযান অব্যাহত আছে।