ওসমানীনগরে জাতীয় যুব দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত হয়েছে : ৭:১২:৪৮,অপরাহ্ন ০১ নভেম্বর ২০১৯
দক্ষ যুব গড়ছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ। জাতীয় যুব দিবস ২০১৯ উপলক্ষে ওসমানীনগর উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত র্যালি ও আলোচনা সভা ১ নভেম্বর বিকালে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। যুব উন্নয়ন অফিসার মাহবুব আলম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ওসমানীনগর উপজেলা নির্বাহী মোছাঃ তাহমিনা আক্তার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন এফআইভিডিবির প্রজেক্ট এসোসিয়েট সাবিকুন নাহার, স্বাগত বক্তব্য রাখেন ক্রেডিট সুপারভাইজার মোঃ আব্দুর রহিম, সফল সংগঠক এর বক্তব্য রাখেন যুব কল্যাণ পরিষদের সভাপতি সাংবাদিক মোঃ আব্দুস শহিদ, এসময় উপস্থিত ছিলেন সাদিকুর রহমান, সাংবাদিক ফয়ছল আহমদ, মুহিব হাসান, কবির আহমদ, মাজহারুল ইসলাম, সুমন আহমদ, রফিকুল ইসলাম প্রমূখ।