ওসমানীনগরে জেলা ও উপজেলা আ’লীগ সভাপতিদ্বয়ের ত্রাণ বিতরণ

ওসমানীনগর প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ৬:৫৭:৫৯,অপরাহ্ন ৩০ জুন ২০২২সিলেটের ওসমানীনগরে বন্যার্তদের মাঝে শুকনো খাবার বিতরণ করেছেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও ওসমানীনগর উপজেলা আ’লীগের সভাপতি আতাউর রহমান।
আজ বৃহস্পতিবার পৃথকভাবে দয়ামীর ও গোয়ালাবাজারে বন্যার্তদের মাঝে খাবারগুলো বিতরণ করেন তারা।
জানা যায়, শফিকুর রহমান চৌধুরী দয়ামীরের কুরুয়া বহুমুখি উচ্চ বিদ্যালয় বন্যা আশ্রয় কেন্দ্রে নেতাকর্মীদের সাথে নিয়ে শুকনো খাবার ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করেন। এসময় তার সাথে ছিলেন আওয়ামী লীগ নেতা হিরণ মিয়া, আবদুল হামিদ, ফারুক মিয়া প্রমুখ।
এদিকে গোয়ালাবাজার এলাকায় প্রায় ৫শত মানুয়ের মাঝে শুকনো খাবার বিতরণ করেন আতাউর রহমান। এসময় তার সাথে ছিলেন মোস্তাক আহমদ, বিপুল দেব প্রমুখ।