ওসমানীনগরে পাঠদান বন্ধ রেখে সংবর্ধনা, অভিভাবকদের মধ্যে ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত হয়েছে : ৭:১৬:০৯,অপরাহ্ন ০৪ ডিসেম্বর ২০২২এমনিতে করোনা, বন্যাসহ নানা দুর্যোগে ব্যাহত হয়েছে পাঠদান। দুয়ারে কড়া নাড়ছে বার্ষিক পরীক্ষা। এরমধ্যে বিদ্যালয়ের পাঠদান বন্ধ রেখে ওসমানীনগরে একটি প্রাথমিক বিদ্যালয়ে স্থানীয় সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
জানা যায়, উপজেলার নেবারাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে প্যান্ডেল বানিয়ে বৃহস্পতিবার সকাল ১১টায় এই সভার আয়োজন করা হয়। সভায় সংবর্ধিত অতিথি ছিলেন, সিলেট-২ আসনের সংসদ সদস্য মোকাব্বির খান এমপি। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সাবেক সভাপতি মজাহিদ আলী চৌধুরী।
জাঁকজমকপূর্ণ এই আয়োজনে দেড় শতাধিক মানুষের জন্য ছিলো মধ্যাহ্ন ভোজের ব্যবস্থা। খাসির খুরমা, গরুর মাংস, বোয়াল মাছ, পাবদা মাছ, ডালসহ ছিলো বিভিন্ন পদের আইটেম। প্রধান অতিথিকে স্বাগত জানাতে সকাল ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত শিক্ষার্থীদের দাঁড় করিয়ে রাখা হয় বিদ্যালয়ের সামনে। অতিথিদের জন্য ভূঁড়িভোজের ব্যবস্থা থাকলেও সামান্য আখনী নিয়েই বাড়ি ফিরতে হয়েছে কোমলমতি শিক্ষার্থীদের। এ ঘটনায় অভিভাবকদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে এমন সংবর্ধনা অনুষ্ঠান আগে কখনো দেখা যায়নি। আর সংবর্ধনা দিতে হলে পাঠকালিন সময় বাদ দিয়ে অন্যসময় করা যেতো।
পরীক্ষার আগ মুহূর্তে এমন অনুষ্ঠানে কোমলমতি শিশুদের পাঠদান ব্যাহত হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজনা বেগম বলেন, উপজেলা শিক্ষা অফিসারের অনুমতি নিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের খরচের বিষয়ে তিনি বলেন, স্থানীয়দের কাছ থেকে অনুষ্ঠানের টাকা সংগ্রহ করা হয়েছে।
ওসমানীনগর উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার দ্বিলিপময় দাশ বলেন, তিনি স্থানীয় এমপি তাই উনাকে সংবর্ধনা দেয়া যেতে পারে। তবে পাঠদান বন্ধের বিষয়ে তিনি কোন মন্তব্য করেননি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলীমা রায়হানা বলেন, পাঠদান বন্ধ রেখে এমন অনুষ্ঠান ঠিক না। কেন এমন হলো সে বিষয়ে আমি শিক্ষা অফিসারের সাথে কথা বলছি।