ওসমানীনগরে প্রধানমন্ত্রীর উপহার পাচ্ছে ৩৬০টি পরিবার

ওসমানীনগর প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ১২:১৪:১০,অপরাহ্ন ০৭ জুলাই ২০২২সিলেটের ওসমানীনগরে বন্যায় ক্ষতিগ্রস্থ ৩৬০টি পরিবাকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে নগদ দশ হাজার টাকা হারে প্রদান করা হচ্ছে।
বুধবার (৬ জুলাই) সকালে আনুষ্ঠানিকভাবে উপহারের টাকা বিতরণ শুরু করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা রায়হানা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ওসমানীনগরের বন্যায় ক্ষতিগ্রস্থ ৩৬০টি পরিবারের মধ্যে উপহার হিসেবে বিতরণের জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ৩৬ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিটি পরিবারকে দশ হাজার টাকা হারে সেগুলো বাড়ি বাড়ি গিয়ে বিতরণ করা হচ্ছে।
আজ বুধবার সকালে তাজপুর ইউনিয়নের কাশিপাড়া গ্রামে উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা রায়হানা আনুষ্ঠানিকভাবে উপহারের টাকা বিতরণ শুরু করেন।
এসময় তার সাথে ছিলেন তাজপুর ইউনিয়নের চেয়ারম্যান অরুনোদয় পাল ঝলক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনা মিয়া, লুৎফুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি চঞ্চল পাল, যুগলীগের সাংগঠনিক সুহেল মিয়া, সাংবাদিক আনোয়ার হোসেন আনা, স্থানীয় ওয়ার্ড সদস্য আবদুজ জহুর শুকুর, সদস্যা আম্বিয়া বেগম ও উপসহকারি কৃষি কর্মকর্তা হৃদয় চন্দ্র ঘোষ প্রমুখ।
এছাড়া সাদিপুর ইউনিয়নে প্রধানমন্ত্রীর উপহারের টাকা সুবিধাভোগীদের হাতে তোলে দেন সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা রায়হানা বলেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার হিসেবে বন্যায় ক্ষতিগ্রস্থ ৮ ইউনিয়নের ৩৬০টি পরিবারের মধ্যে দশ হাজার টাকা হারে প্রদান করা হচ্ছে।