ওসমানীনগরে প্রবাসী উজ্জীবন সমাজ কল্যান সংঘের নগদ অর্থ বিতরণ

সুরমা নিউজ ২৪ ডট নেট
প্রকাশিত হয়েছে : ১:১২:৩১,অপরাহ্ন ০২ জুলাই ২০২২সিলেটের ওসমানীনগরে বন্যা কবলিত এলাকার মানুষের মাঝে প্রবাসী উজ্জীবন সমাজ কল্যাণ সংঘের দুই ধাপে মোট ১৬২ জনের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
১ জুলাই (শুক্রবার) সকাল ০৯ টায় প্রবাসী উজ্জীবন সমাজ কল্যান সংঘের উদ্যেগে ০৪ নং বুরুঙ্গা ইউনিয়নের ০১ নং ওয়ার্ডের পশ্চিম বুরুঙ্গা সুন্দর আলীর বাড়িতে ৬৮ টি পরিবারে প্রথম ধাপে নগদ অর্থ বিতরণ করা হয় এবং বেলা ০২ টায় প্রথম পাশা গ্রামের এমদাদুর রহমান খানের বাড়িতে আরো ৯৪ টি পরিবারে নগদ অর্থ বিতরণ করা হয়।
উজ্জীবন সমাজ কল্যাণ সংঘের সভাপতি মাষ্টার এইচ এম ফুল মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনিন্ড চন্দ্র দেবনাথের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উজ্জীবন সমাজ কল্যান সংঘের আজীবন সদস্য সেলিম খান, উপজেলা অনলাইন প্রেসক্লাবের সাবেক সভাপতি শেখ ফয়ছল আহমদ, ইউপি সদস্য শেখ আসাদুজ্জামান জুবায়ের।
সভায় উপস্থিত ছিলেন প্রথম পাশা ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি সুলেমান খান,সাবেক মেম্বার আজমত খান,আবুল কালাম আজাদ,আব্দুর রব,উজ্জীবন সমাজ কল্যান সংঘের সহ-সভাপতি মদরিছ খান,অর্থ সম্পাদক ফুরাই চন্দ্র দেব, ফজলু মিয়া,সাংগঠনিক সম্পাদক মঞ্জুর হোসাইন,সহ- অর্থ সম্পাদক এমদাদুর রহমান খান,সুন্দর আলী,রুহেল খান,এমরাজ খান,আব্দুল মুমিন শিবলু,রায়হান হোসাইন সহ আরো অনেক।