ওসমানীনগরে প্রবাসী সংগঠনের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

ওসমানীনগর প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ৪:২১:২৮,অপরাহ্ন ০৮ জুলাই ২০২২সিলেটের ওসমানীনগরে বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন কার্ডিফ এর উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৮ জুলাই) উপজেলার উমরপুর ইউনিয়নের বড় ইসবপুর গ্রামে ২ শতাধিক বন্যার্ত পরিবারের মধ্যে আনুষ্ঠানিকভাবে খাদ্য সামগ্রীগুলো বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া, ওসমানীনগর থানার ওসি এসএম মাইন উদ্দিন, ওয়ার্ড আ’লীগের সভাপতি নেওর মিয়া, বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন এর পরিচালক প্রবাসী রকিবুর রহমান, স্থানীয় ওয়ার্ড মেম্বার আবদুল মুকিদ, শিক্ষক তুরণ মিয়া, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি আবদুল মতিন, শিক্ষক ও সাংবাদিক আনোয়ার হোসেন আনা, প্রবাসী খালিছুর রহমান, সাইফুল ইসলাম, ক্রিড়ানুরাগী আমির খান প্রমুখ।
বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন কার্ডিফ এর পক্ষ থেকে ওসমানীনগরসহ সিলেট ও সুনামগঞ্জের ৬টি উপজেলায় বন্যার্তদের মধ্যে ৬লাখ টাকার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন রকিবুর রহমান।