ওসমানীনগরে বন্যার্তদের খাবার দিচ্ছে মঙ্গল আলোয় ফাউন্ডেশন

সুরমা নিউজ ২৪ ডট নেট
প্রকাশিত হয়েছে : ১:০৯:৫১,অপরাহ্ন ২২ জুন ২০২২সিলেটের ওসমানীনগরে বানভাসি মানুষের মধ্যে রান্না খাবার বিতরণ শুরু করেছে সামাজিক সেবামূলক সংগঠন মঙ্গল আলোয় ফাউন্ডেশন। গত বুধবার রাতে উপজেলার বুরুঙ্গা ইউনিয়নের ইকবাল আহমদ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে আশ্রিত বন্যা কবলিত আড়াই শতাধিক নারী,পুরুষ ও শিশুদের মধ্যে খাবার বিতরণের মধ্য দিয়ে তারা এই কার্যক্রম শুরু করে।
জানা যায়, সিলেটের বানভাসি মানুষের দুর্ভোগের চিত্র দেখে ও শোনে রান্না খাবার বিতরণের উদ্যোগ নেয় সংগঠনটি। উদ্যোগটি বাস্তবায়নের জন্য বুধবার ঢাকা থেকে ওসমানীনগরে আসেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি নার্গিস সুলতানা ও সাধারণ সম্পাদক মোঃ সাইক নাজাত। সংগঠনের স্থানীয় প্রতিনিধি শিক্ষক ও সাংবাদিক মোঃ আনোয়ার হোসেন আনা ও সাংবাদিক আব্দুল মতিনসহ তরুণ সমাজকর্মীদের সহযোগীতায় রান্না খাবার বিতরণ কার্যক্রম শুরু করা হয়।
খাবার বিতরণে সার্বিক সহযোগিতা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার চক্রবর্তী, অ্যাডভোকেট অসীম দাস, কলেজ শিক্ষক দিলিপ চক্রবর্তী, কৃষক লীগ নেতা লিলুউর রহমান পংকী, স্বাস্থ্য কর্মী রফিক মিয়া ও গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের স্কাউট দলের সদস্যরা। ঢাকা থেকে আগত সংগঠনের দুই নেতা ওসমানীনগরে অবস্থান করে নিজেদের সাধ্য মতো বন্যা কবলিত মানুষের মাঝে আগামী কয়েক দিন দু’বেলা রান্না খাবার বিতরণ করবে বলে জানিয়েছেন তারা।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি নার্গিস সুলতানা বলেন, সিলেট ও সুনামগঞ্জের ভয়াবহ বন্যায় মানুষের কষ্ঠ ও দুর্ভোগ দেখে আমরা রান্না করা খাবার বিতরণের উদ্যোগ নেই। মানবিক দায়িত্ববোধ থেকে আমরা আগামী কয়েক দিন এই কাজটি চালিয়ে যাওয়ার চেষ্ঠা করবো।