ওসমানীনগরে বন্যার্তদের পাশে নুনু ফুটবল একাডেমি, নগদ অর্থ-খাদ্য বিতরণ

ওসমানীনগর প্রতিনিধি :
প্রকাশিত হয়েছে : ৫:৩৫:১০,অপরাহ্ন ০৯ জুলাই ২০২২ওসমানীনগরে নুনু ফুটবল একাডেমির পক্ষ থেকে শতাধিক অসহায় মানুষের মধ্যে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
গতকাল শনিবার দুপুরে উপজেলার তাজপুরস্থ একাডেমির অফিসে অসহায় মানুষদের মধ্যে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নুনু ফুটবল একাডেমির সভাপতি ও তাজপুর বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সুহেল আহমদ, নুনু ফুটবল একাডেমির পরিচালক আলী আমজদ নুনু, ইউপি সদস্য খালেদ আহমদ খুকু, রেফারি আসাব আলী, ধারাভাষ্যকার আলী হোসেন রানা, ফুটবলার জুবেল খান, জুমন আহমদ, রাজন খান, কল্যাণ আহমদ, সামসুদ্দিন আহমদ, রুমেল আহমদ, ইমরান আহমদ, কামরুল আহমদ, রিপন মিয়া, এমরান আহমদ, রতন আহমদ, সাব্বির আহমদ, অভি মিয়া প্রমুখ।