ওসমানীনগরে বন্যার্তদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন মোকাব্বির খান

ওসমানীনগর প্রতিনিধি :
প্রকাশিত হয়েছে : ৯:৫০:১১,অপরাহ্ন ২৪ জুন ২০২২ওসমানীনগরে বন্যা কবলিত পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য মোকাব্বির খাঁন। শুক্রবার তাঁর ব্যক্তিগত উদ্যোগে উপজেলা ৩টি ইউনিয়ন সাদিপুর ইউনিয়ন,পশ্চিম পৈলন পুর ইউনিয়ন,এবং বুরুঙ্গা বাজার ইউনিয়নের মধ্যে শুকনো খাবার বিতরণ করেন।
খাদ্য সামগ্রী বিতরণকালে এমপি মোকাব্বির খাঁন বলেন, আপনাদের প্রতি আমার দায়বদ্ধতা ও ভালবাসার টানে আপনাদের সামনে উপস্থিত হয়েছি।মানুষ আতংকিত যার প্রভাব থেকে বিশ্বনাথ ওসমানীনগরও ব্যতিক্রম নয়। তাই আপনাদের এই দুর্দিনে আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে সামান্য কিছু খাদ্য সামগ্রী আপনাদের জন্য নিয়ে এসেছি। এভাবে আমি বিশ্বনাথ উপজেলার ইউনিয়নের গরিব অসহায় মানুষের জন্যও ত্রান বিতরণ করেছি। আমি জানি এগুলো অত্যন্ত অপ্রতুল কিন্তু আপনাদের প্রতি আমার ভালবাসা এবং মমতা অসীম।
বিতরণকালে উপস্থিত ছিলেন, দয়ামীর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নূরউদ্দিন আহমেদ নুনু, বুরুঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান আখলাকুর রহমান এবং পশ্চিম পৈলনপুর ইউনিয়নের চেয়ারম্যান সুমন, এমপির ব্যক্তিগত সহকারী সচিব আহমদ আদনান কবির, সহকারী সচিব অসিত রঞ্জন দেব সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।