ওসমানীনগরে বসতভিঠা হারানোর আতংকে ভূমিহীন আঙ্গুর আলী

ওসমানীনগর প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ৯:৫৩:৩০,অপরাহ্ন ০১ নভেম্বর ২০১৯ওসমানীনগরের প্রভাবশালী একটি মহলের যোগসাজসে সরকারি জায়গা থেকে উচ্ছেদের হুমকীতে পরিবার নিয়ে আতঙ্কে রয়েছেন শারীরিক প্রতিবন্ধি আঙ্গুর আলী। প্রায় ১৬বছর পূর্বে ভিটেমাটিহীন আঙ্গুর আলী বসতি গড়েছিলেন উপজেলার উমরপুর ইউনিয়নের মাটিহানী গ্রামের সরকারি এক টুকরো পতিত ভূমিতে। ছোট দু’টি মাটির ঘর তৈরি করে কোন মতে মাথা গুঁজেছিলেন ৭সন্তানসহ পরিবারের ৯সদস্য নিয়ে। জন্মগতভাবে পায়ে সমস্যা থাকায় বাঁশ-বেত দিয়ে সাংসারিক উপকরণ তৈরী করেই চলে তার সংসার। প্রথম দিকে সরকারী ভূমিতে বাস করতে তার সমস্যা না হলেও সম্প্রতি স্থানীয় প্রভাবশালী মহলের নজর পড়েছে তার বসতভিঠার ওপর। তাকে উচ্ছেদের ব্যাপারে একাধিকবার প্রশাসনের কাছে আবেদনও করেছেন। তবে একাধিক সময়ে উচ্ছেদ অভিযান চালালেও মানবিক দিক বিবেচনা রক্ষা পায় তার বসতঘর।
আঙ্গুর আলী বলেন, আমি শারীরিক প্রতিবন্ধি গরীব মানুষ। কোন জায়গা সম্পত্তি না থাকায় সরকারি জায়গায় বসতঘর তৈরি করে ৭ সন্তান নিয়ে বসবাস করে আসছি। কিন্তু একটি পক্ষ আমাকে এই জায়গা থেকে উচ্ছেদের ব্যাপারে তৎপর রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ তাহমিনা আক্তার বলেন, প্রকৃত ভূমিহীন হলে তার বসত ভিটা উচ্ছেদ করা হবেনা। প্রসশাসন কারো বসত ভিটা উচ্ছেদ করতে চায়নি। তিনি যদি প্রকৃতপক্ষে ভূমিহীন হন এবং আবেদন করলে সরকারি ভূমি বরাদ্ধ দেয়া যেতে পারে।