ওসমানীনগরে বিকাশের মাধ্যমে ৩২হাজার টাকা হাতিয়ে নিল প্রতারকচক্র

ওসমানীনগর প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ৬:৫২:০০,অপরাহ্ন ১৯ অক্টোবর ২০১৯সিলেটের ওসমানীনগরের এক ব্যক্তির কাছ থেকে বিকাশের মাধ্যমে ৩২হাজার টাকা হাতিয়ে নিয়েছে প্রতারকচক্র। শুক্রবার বিকেলে নিজেকে জেল সুপার পরিচয় দিয়ে সিলেট জেল হাজতে থাকা এক আসামী মারপিট করে আহত হয়েছে এমন তথ্য দিয়ে চিকিৎসা এবং মামলা ঠেকাতে পৃথক ভাবে বিকাশ একাউন্টের মাধ্যমে টাকা গুলো হাতিযে নেয়। বিষয়টি ধরা পড়ার পর থেকে প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইল নম্বর গুলো বন্ধ পাওয়া যাচ্ছে।
জানা যায়, একটি মামলায় সিলেট জেল হাজতে রয়েছেন ওসমানীনগরের ভেড়াখাই গ্রামের আবদুল মতিন চৌধুরী। শুক্রবার বিকেলে ০১৭৬০৮২৯০১৩ নম্বর থেকে একজন প্রতারক মহিলা মতিনের ভাতিজা হাসান চৌধুরীর ০১৭৫৩৮৫৫১৮২ নম্বরে কল করে। এসময় ওই মহিলা হাসানকে জানায় তার স্বামীকে জেলে দেখতে গিয়েছিল। এসময় তার স্বামী জানিয়েছেন মতিন মিয়া জেলে মারামারি করেছেন। হাসানের নাম্বার দিয়ে বিষয়টি জানাতে বলেছেন। একই সাথে ওই মহিলা ০১৭৯৩২০৫২৪৫ নাম্বারটি জেল সুপারে উল্লেখ করে এই নাম্বারে যোগাযোগ করতে বলে। তাৎক্ষণিক প্রতারক মহিলার দেয়া নাম্বারে যোগাযোগ করলে ভুয়া জেল সুপার জানায় মারামারিতে আবদুল মতিন আহত হয়েছেন এবং এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা ও শাস্তি হবে। তাই তার চিকিৎসা ও শাস্তি টেকাতে ০১৮৫২৯৮৪৫১০ বিকাশ একাউন্টের মাধ্যমে পৃথক ভাবে ৩২ হাজার টাকা হাতিয়ে নেয়। গতকাল শনিবার সকালে তারা জেল হাজতে গিয়ে মতিনের সাথে দেখা করলে প্রতারণার বিষয়টি বুঝতে পারেন। একই সাথে প্রতারকদের মোবাইল নম্বর গুলো বন্ধ পান।
হাসান চৌধুরী বলেন, একজন মহিলা আমাকে ফোন করে জানায় আমার চাচা জেলের মধ্যে মারামারি করেছেন। এসময় ভুয়া জেল সুপারের মোবাইল নম্বর দিয়ে যোগাযোগ করতে বলে। ওই নাম্বারে যোযোগ করার পর আমরা বিশ^াস করে ৪বারে বিকাশের মাধ্যমে ৩২ হাজার টাকা এবং টাকা উত্তোলনের খরচের টাকা পাঠাই। শনিবার সকালে জেল হাজতে গিয়ে চাচার সাথে দেখা করার পর বুঝতে পারি প্রতারকচক্র এমন কাজ করেছে।