ওসমানীনগরে মহাসড়ক ব্যবসায়ীদের দখলে

জুবেল আহমদ, ওসমানীনগর :
প্রকাশিত হয়েছে : ৭:৩২:২৪,অপরাহ্ন ০৫ জানুয়ারি ২০২৩সিলেটের ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কসহ চলছে ফুটপাথ দখলের প্রতিযোগিতা। অবৈধভাবে ফুটপাথ দখলের ফলে বিপাকে পড়তে হচ্ছে পথচারীসহ দূরপাল্লার যানবাহন। অবৈধভাবে গড়ে ওঠা এসব ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের উচ্ছেদে নেই প্রশাসনের কোনো উদ্যোগ।
ফলে প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় অশংখ্য দুর্ঘটনা। ফুটপাথসহ ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার আংশিক অংশ অবৈধভাবে দখল করে নিয়েছেন ভাসমান ব্যবসায়ীরা। উপজেলার বাণিজ্যিক প্রাণকেন্দ্র গোয়ালাবাজারে সড়কের দু’পাশে ভাসমান ফল ব্যবসায়ীদের ফেলে রাখা বর্জ্যে পরিবেশের মারাত্মক বিপর্যয় ঘটছে।
এদিকে, মহাসড়ক দখল করায় বিপাকে পড়েছেন পথচারীরা। দুর্ঘটনার ঝুঁকি নিয়েই চলছে যানবাহন, পথচারীরা। অবৈধ দখলদারদের সরাতে কোনো অভিযান নেই স্থানীয় প্রশাসনের। মহাসড়কের পাশের হাটবাজারসমূহের দোকানপাটের দখলে থাকায় পথচারীসহ বিদ্যালয়গামী শিক্ষার্থীরা বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে এ মহাসড়ক দিয়ে হেঁটে চলাচল করছেন। এতে মহাসড়কের দূরপাল্লার দ্রুতগামী যানবাহনগুলোর চাকায় পিষ্ট হয়ে পথচারীদের জীবননাশের শঙ্কা রয়েছে।
এ ছাড়া মহাসড়কের উপরে বিভিন্ন এলাকার ঠিকাদার এবং বালু, পাথর ও ইট ব্যবসায়ীরা তাদের পণ্য ফেলে রেখে ব্যবসা করার জন্যও মহাসড়কে ছোটখাটো লোকাল যান এবং সাধারণ পথচারীদের চলতে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।
সড়জমিন দেখা গেছে, গোয়ালাবাজার, তাজপুর, দয়ামীর, বেগমপুরসহ অন্য বাজার এলাকায়ও ফুটপাথ দখল করে গড়ে উঠেছে অবৈধ ব্যবসাপ্রতিষ্ঠান। বিভিন্ন পণ্যসামগ্রীতে ভরে গেছে সড়কের দুপাশ। এ ছাড়া প্রতিটি বাজারেই গড়ে তোলা হয়েছে অবৈধ সিএনজি অটোরিকশাসহ ব্যাটারীচালিত রিকশার স্ট্যান্ড। কর্তৃপক্ষের কোনো তদারকি না থাকায় ব্যবসায়ীরা দাপটের সহিত ব্যবসা পরিচালনা করছেন বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।
স্থানীয় মালেক হোসেন ও নাজনিন বেগম বলেন, বাজারে আসা অনেক কষ্টকর। ব্যবসায়ীরা দিন দিন সড়কটাই দখল করে নিচ্ছেন। উপজেলা প্রশাসন কর্তৃপক্ষ ও জনপ্রতিনিধিরা এসব এড়িয়ে যাচ্ছেন। জনগণের সুবিধার্থে এগুলো উচ্ছেদ করে চলাচলের জন্য উপযোগী করা হোক।
শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ পরিমল চন্দ্র দেব বলেন, আমরা প্রতিনিয়ত অভিযান অব্যাহত রাখছি।