ওসমানীনগরে মেছোবাঘ আটক

ওসমানীনগর প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ৫:২৬:৩২,অপরাহ্ন ১২ নভেম্বর ২০১৯ওসমানীনগরে একটি মেছোবাঘ আটক করা হয়েছে। সোমবার রাতে উপজেলার তাজপুর ইউনিয়নের হস্তিদূর গ্রাম থেকে ফাঁদ পেতে মেছোবাঘটিকে আটক করা হয়।
হস্তিদূর গ্রামের গোলাম কিবরিয়া রাহুল জানান, কদিন ধরে তার বাড়ির আশেপাশে দুটি মেছোবাঘকে ঘুরাঘুরি করতে দেখে সোমবার রাতে তিনি একটি মুরগী দিয়ে ফাঁদ পেতে মেছোবাঘটিকে লোহার পিঞ্জিরা বন্দি করেন।
বালাগঞ্জ উপজেলা বনপ্রহরী মোহিত লাল রায় জানান, মেছোবাঘটিকে মঙ্গলবার দুপুরে উদ্ধার করে সিলেটের খাদিমনগর জঙ্গলে অবমুক্ত করা হয়েছে।