ওসমানীনগরে রাবেয়া চৌধুরী বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

ওসমানীনগর প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ১১:৩০:৩৮,অপরাহ্ন ০১ নভেম্বর ২০১৯ওসমানীনগরে রাবেয়া চৌধুরী মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে ১০ম রাবেয়া চৌধুরী মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১নভেম্বর) সকালে উপজেলার গোয়ালাবাজারস্থ উদয়ন কিন্ডারগার্টেন এন্ড জুনিয়র গার্লস স্কুলে অনুষ্ঠিত পরীক্ষায় উপজেলার ৩৫টি প্রাথমিক বিদ্যালয়ের ২৬২জন শিক্ষার্থী অংশ নেয়। পরীক্ষা কেন্দ্রে উপস্থিত ছিলেন ট্রাস্টের সভাপতি আলী আমজদ চৌধুরী সিজু, সাধারণ সম্পাদক বিলিয়া সুলতানা চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক রসরাজ ভট্টাচার্য্য, সাংগঠনিক সম্পাদক গিয়াসুর রহমান,কোষাধ্যক্ষ সত্যেন্দ্র চক্রবর্ত্তী, সদস্য বিলিয়া মাহছিনা চৌধুরী। পরীক্ষায় কেন্দ্র সচিবের দায়িত্বে ছিলেন স্বপন সেন এবং হল সুপারের দায়িত্বে ছিলেন অজয় কুমার দেব।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ গয়াস মিয়া ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহিমা খানম।