ওসমানীনগরে র্যাবের কাছ থেকে আসামী ছিনতাই চেষ্টা, মামলায় আসামী শতাধিক

ওসমানীনগর প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ৮:৫৪:০৫,অপরাহ্ন ১৭ অক্টোবর ২০১৯
বিশ্বনাথের তরুণী গণধর্ষণ মামলার প্রধান আসামি জাহাঙ্গির আলমকে আটক করে নিয়ে যাবার সময় র্যাব-৯ সিলেটের সদস্যদের উপর হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্ঠার অভিযোগ পাওয়া গেছে। এ সময় হামলাকারীরা র্যাব সদস্যদের ব্যবহৃত একটি মোটরসাইকেল ভাংচুর করে ও তাদের হামলায় র্যাব-৯ এর তিন সদস্য আহত হয়েছেন বলে জানা যায়।
মঙ্গলবার (১৬ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার দয়ামীর ইউপির মোহাম্মদপুর রাইকদারা এলাকায় ঘটনাটি ঘটে। ঘটনার পর পর সিলেট র্যাব-৯ এর একাধিক সদস্যরা ঘটনাস্থলে এসে আহত র্যাব সদস্যদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে এবং ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ৫ জনকে আটক করে।
আহত র্যাব সদস্যরা হলেন, রোকনুজ্জামান, মো. এরশাদ ও মো. মামুন। আটককৃতরা হলেন, উপজেলার দয়ামীর ইউপির মোহাম্মদপুর রাইকদাড়া গ্রামের মৃত তফুর আলীর ছেলে এমরানুজ্জামান(২৯), ব্রাম্ম্ণশাসন গ্রামের আহম্মদ আলীর ছেলে মামুন মিয়া(২৫),আতাউল্যা গ্রামের রাশেদ আলীর ছেলে তাহমিদ হাসান (২১), মোহাম্মদপুর রাকইদাড়া গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে ফরহাদ হোসেন (২০) ও আতাউল্লাহ গ্রামের তেরাব আলীর ছেলে সুলতান আহম্মেদ (২২)।
এ ঘটনায় র্যাব-৯ সিলেটের এসআই পংকজ দাস বাদি হয়ে গত বুধবার রাতে আটককৃত ৫ জন সহ ৯জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ১০০জনকে আসামি করে ওসমানীনগর থানায় একটি মামলা (মামলা নং-২০) দায়ের করেন এবং আটককৃত ৫ জনকে থানা পুলিশের নিকট হস্তান্তর করেন।
বৃহস্পতিবার(১৭ অক্টোবর ) আটককৃত ৫ জনকে র্যাবের দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে পুলিশ তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।
ওসমানীনগর থানার ওসি(তদন্ত)এসএম মাঈন উদ্দিন, র্যাব সদস্যদের উপর হমালা চালিয়ে আসামি ছিনিয়ে নেয়ার অভিযোগে মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, অটককৃতদের বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।