ওসমানীনগরে শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন

সুরমা নিউজ ২৪ ডট নেট
প্রকাশিত হয়েছে : ৯:৪১:২৭,অপরাহ্ন ২৪ অক্টোবর ২০১৯সিলেটের ওসমানীনগরে তাজপুর ইউনিয়নের, ৫৪ নং তাজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ২০১০ সালের পিএসসি পরীক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে ।
২৪ অক্টোবর (বৃহস্পতিবার) দুপুর ১২ টায় তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, সহকারী শিক্ষিকা শ্রীমতি পদ্মা,হালিমা বেগম, ফিরোজা খানম,শিল্পী রানি,রেশমা বেগম ও সীতা রানি। অনুষ্ঠানে ২০১০ সালের পিএসি পরীক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম সকল শিক্ষার্থীদের স্মৃতিচারণ করতে গিয়ে বক্তব্যে বলেন, ২০১০ সালের শিক্ষার্থী সবাইকে পেয়ে আমরা সকল শিক্ষক ও শিক্ষিকাগন আনন্দিত ও আবেগাপ্লুত ।সবার উজ্জল ভবিষ্যত কামনা করেন তিনি। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও মধ্যাহ্ন ভোজ অনুষ্ঠিত হয়।