ওসমানীনগরে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেল তিন শিক্ষা প্রতিষ্ঠান

সুরমা নিউজ ২৪ ডট নেট
প্রকাশিত হয়েছে : ৬:০৬:১৪,অপরাহ্ন ২৬ মে ২০২২সিলেটের ওসমানীনগরে গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়, তাজপুর ডিগ্রী কলেজ এবং হযরত শাহ্ জালাল (রহ.) ফাজিল মাদরাসা শ্রেষ্ঠত্বের স্বীকৃতি অর্জন করতে সক্ষম করেছে। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ উপলক্ষে বিভিন্ন মানদন্ডের ভিত্তিতে মূল্যায়ন করে প্রতিষ্ঠানগুলোকে শ্রেষ্ঠ হিসেবে ঘোষণা করা হয়।
জানা যায়, জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পরীক্ষার ফলাফল, শিক্ষক-শিক্ষার্থীর সংখ্যা, শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতা, অবকাঠামো, শিক্ষাদানের পরিবেশ, সহশিক্ষামূলক কার্যক্রম পরিচালনাসহ বিভিন্ন মানদন্ডের ভিত্তিতে শিক্ষা প্রতিষ্ঠানকে মূল্যায়ন করা হয়ে থাকে। সারা দেশের ন্যায় ওসমানীনগরেও বিভিন্ন মানদন্ডের ওপর ভিত্তি করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদরাসা পর্যায়ের তিনটি প্রতিষ্ঠানের পাপাশি শিক্ষক ও শিক্ষার্থীদের শ্রেষ্ঠ হিসেবে ঘোষণা করেছে প্রশাসন। উপজেলা পর্যায়ে মাধ্যমিক স্তরে গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক স্তরে তাজপুর ডিগ্রীক কলেজ এবং মাদরাসা পর্যায়ে গোয়ালাবাজারের হযরত শাহ্ জালাল (রহ.) ফাজিল মাদরাসাকে শেষ্ঠ হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়েছে।
মুল্যায়নে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধানের স্বীকৃতি পেয়েছেন গোয়ালাবাজার আদর্শ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আবদুল মুকিত আজাদ, তাজপুর মঙ্গলচন্ডী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদ হাসান, চাতলপাড় জামেয়া ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার মোঃ আবদুল হাই। শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন তাজপুর ডিগ্রিী কলেজেন সহকারি অধ্যাপক ড. এসএম মুতাকাব্বির, মোহাম্মদ নূর মিয়া বালিকা বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা ফাতেমা আক্তার, গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের কারিগরি শাখার শিক্ষক আবদুল বাছেদ, আলহাজ্ব মিনা বেগম মাদরাসার সহকারি শিক্ষক মোহাম্মদ শামসুর রহমান। শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন তাজপুর ডিগ্রী কলেজের তামান্না হক কলি, গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের কারিগরি শাখার মাসুমা বেগম, মোহাম্মদ নূর মিয়া বালিকা বিদ্যালয়ের অনামিকা দাশ উর্মি এবং হযরত শাহজালাল (রহ.) মাদরাসার সুমাইয়া জান্নাত।
এছাড়া তাজপুর মঙ্গলচন্ডী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শরীর চর্চা শিক্ষক মহি উদ্দিন আকন্দ, গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের স্কাউট দল, একই বিদ্যালয়ের স্কাউট শিক্ষার্থী মিঠু আহমদ, বুরুঙ্গা ইকবাল আহমদ স্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষক মোছাম্মদ রোখশানা বেগম (গার্লস গাইড), একই বিদ্যালয়ের গার্লস গাইড গ্রæপ ও শিক্ষার্থী সৈয়দা সীমা বেগম শ্রেষ্ঠত্ব অর্জন করে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার চক্রবর্তী বলেন, জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বিভিন্ন মানদন্ড ও তথ্য প্রমাণের ভিত্তিতে উপজেলা পর্যায়ে গঠিত কমিটি মূল্যায়ন করে থাকেন। এধরণের মূল্যায়ন শিক্ষার মান উন্নয়নে সহায়খ ভূমিকা পালন করবে বলে মনে করেন তিনি।