ওসমানীনগরে সম্মিলিত মানব কল্যাণ ফাউন্ডেশনের বিভাগীয় টপ-টেন অ্যাওয়ার্ড বিতরণ

সুরমা নিউজ ২৪ ডট নেট
প্রকাশিত হয়েছে : ১:৪৪:২৭,অপরাহ্ন ১৮ অক্টোবর ২০১৯সম্মিলিত মানবকল্যাণ ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সিলেট বিভাগীয় ‘টপ টেন’ সামাজিক সংগঠনের অ্যাওয়ার্ড এবং কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকাল ৩টা সময় সিলেট ওসমানীনগর উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওসমানীনগর উপজেলার চেয়ারম্যান মো. মঈনুল হক চৌধুরী। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি কে এম এম সুহেবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ মনসুর আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন, ওসমানীনগর উপজেলার ভাইস চেয়ারম্যান মো. গয়াছ মিয়া, পশ্চিম পৈলনপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হাফিজ এ মতিন গেদাই, সিলেট পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে সহকারী অধ্যাপক ডা. সাকির আহমদ শাহীন, সিলেট জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে সহকারি অধ্যাপক ডা. সৈয়দা রফিকুন্নেছা রেফা, মুস্তাফিজুর রহমান মনুর মিয়া, লুৎফুর রহমানসহ বিশিষ্টজন এবং সম্মিলিত মানবকল্যাণ ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সিলেট বিভাগের ১০টি সামাজিক সংগঠনকে ‘টপ টেন’ অ্যাওয়ার্ড হিসাবে সম্মাননা স্মারক এবং কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় ।
‘টপ টেন’ অ্যাওয়ার্ডপ্রাপ্ত সংগঠনগুলো হলো- ইচ্ছাপূরণ সামাজিক সংগঠন সিলেট, আলো রক্তদান সমাজ কল্যান সংস্থা সুনামগঞ্জ, স্বপ্ন রক্তদান সমাজ কল্যান ফাউন্ডেশন, স্বপ্নের ঢেউ ফাউন্ডেশন অব বাংলাদেশ, ফুড ব্যাংকিং টিম সিলেট, বিশ্বজন রক্তদান ও সমাজ কল্যাণ সংস্থা, মরহুমা রাহেলা বেগম মানবকল্যান সংস্থা, ইয়ুথ স্টাফ সিলেট, ইয়ুথ সোসাইটি অব দিনারপুর-হবিগঞ্জ, আইকন ফাউন্ডেশন বাংলাদেশ।