ওসমানীনগরে সরকারি রাস্তা থেকে গাছ কেটে বিক্রির অভিযোগ

ওসমানীনগর প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ৯:৫৭:৫১,অপরাহ্ন ০৭ নভেম্বর ২০১৯সিলেটের ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়নের গুচ্ছ গ্রাম (মাটিকাটা) গ্রামের সরকারি রাস্তা ও পুকুরের পাড়ের প্রায় দুই লক্ষ টাকার সরকারি গাছ কেটে বিক্রির অভিযোগ পাওয়া গেছে। সরকারি গাছ কাটার বিষয়ে তাৎক্ষণিক এলাকাবাসী প্রতিবাদ করলেও দুস্কৃতিকারিরা প্রভাব খাটিয়ে গাছগুলো বিক্রিও করে দিয়েছে। এ বিষয়ে এলাকাবাসীর ও স্থানীয় ইউপি সদস্য খসরুপুর ইউনিয়ন ভূমি অফিসের তহশীলদারকে মৌখিক অভিযোগ করলেও কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
স্থানীয় সূত্রে জানা যায়- উপজেলার সাদীপুর ইউনিয়নের সৈয়দপুর-সুরিকোনা রাস্তার গুচ্ছগ্রাম (মাটিকাটা) নামক এলাকায় সরকারি ২০/২৫ বিভিন্ন প্রজাতির বড় বড় গাছ গত ১০দিন ধরে কাটা হয়। উক্ত গাছগুলো কেটে করেন মাটিকাটা গ্রামের জুয়েল মিয়া, দিলাল মিয়া, হেলাল মিয়া, সোহেল মিয়া ও তার সহযোগিরা। সরকারি জায়গার গাছ কাটার বিষয়ে এলাকাবাসী প্রতিবাদ করলেও দুস্কৃতিকারীরা সে প্রতিবাদ আমলে না নিয়ে কাটা গাছগুলো বিক্রি করে দিয়েছেন। গত কয়েক কয়েক দিন ধরে ১০/১২ জন লোক নিয়ে গুচ্ছগ্রামের আব্দুর নুরের বাড়ির উত্তর পাশে সরকারি রাস্তা ও সরকারি পুকুর পাড়ের মধ্যে অবস্থিত বিভিন্ন জাতের বড় বড় ২০/২৫টি গাছ কাটা হয়। কাটা গাছের আনুমিনক বাজার মূল্য প্রায় ২ লক্ষ টাকা।
বিষয়টি নিশ্চিত করে সাদীপুর ইউপির ৮নং ওয়ার্ড়ের সদস্য আব্দুল হামিদ বলেন, এলাকাবাসীর কাছ থেকে শুনে আমি ঘটনাস্থলে গিয়ে গাছ কাটার ব্যাপারে আপত্তি জানালেও তা অমান্য করে গাছ কেটে বিক্রি করা হয়েছে।