ওসমানীনগরে সাজানো মামলায় হয়রানি : নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

ওসমানীনগর প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ৭:৫৮:৫১,অপরাহ্ন ৩০ অক্টোবর ২০১৯ওসমানীনগরে সৎ ভাই কর্তৃক সাজানো মামলায় হয়রানি ও উক্ত মামলার আসামিকে রিমান্ডে এনে আসামীর বাড়িতে অস্ত্র রেখে তা উদ্ধার নাটকের অভিযোগ উঠেছে। বুধবার বিকালে স্থানীয় তাজপুর বাজারে উপজেলার উছমানপুর ইউনিয়নের মহব্বতপুর মির্জাপুর গ্রামের মৃত নৈশত উল্লাহর ছেলে মো: মনোহর আলী সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে মনোহর আলী জানান, যুক্তরাজ্য প্রবাসী তার সৎ ভাই রহিম আলী ৮-১০ বছর পূর্বে তার পৈত্রিক বাড়ির অংশ কিনতে চাইলে মনোহর আলী বিক্রিতে সম্মত হননি। এ নিয়ে দুভাইয়ের মধ্যে বিরোধ চলে আসছিলো। একাধিক বিয়ের নায়ক প্রবাসী রহিম আলী ৬/৭ বছর আগে পাশের বাড়ির এক অল্প বয়সী মেয়েকে বিয়ে করতে চাইলে মনোহর আলী তাতে আপত্তি করেন। এতে আরো ক্ষিপ্ত হয়ে রহিম আলী তার সৎ ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করে তাকে নাজেহালে নানামুখী চক্রান্ত শুরু করেন।
এর অংশ হিসেবে সর্বশেষ রহিম আলীর বাড়ির কেয়ারটেকার তাজুল ইসলাম বাদী হয়ে ৩০ আগস্ট আমি, আমার ছেলে, মেয়ের জামাইসহ ৬জনের উপর একটি সাজানো মামলা দেন। এ মামলায় গত ৩০ অক্টোবর আমরা আদালতে হাজিরা দিতে গেলে আমাদের জামি না দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়। এ সুযোগে রহিম আলী আমার বাড়ির রাস্তা বন্ধ করে ভবন নির্মাণ ও আমার বসত ঘরের পানির লাইনও বন্ধ করে দেন। এ মামলায় আমরা ৪জন বুধবার জামিনে বেরিয়ে এলেও আমার ছেলেসহ ২জন এখনো জেল হাজতে রয়েছে।
উক্ত মামলার আরেক আসামী ছুরুক আলীর স্ত্রী মাহমুদা বেগম সাংবাদিকদের বলেন, মঙ্গলবার দিবাগত গভীর রাতে দারোগা মোয়াজ্জেম উক্ত মামলার গ্রেফতারকৃত আসামি রকিব আলী (মনোহর আলীর পুত্র) কে নিয়ে আমার বাড়িতে উপস্থিত হন। তার ডাকে আমি দরজা খুললে তিনি আমার স্বামীর খাটের কাছে গিয়ে তার পকেটে থাকা কাগজের মোড়ানো কিছু বিছানার নীচে রেখে দেন। তিনি কী করছেন জানতে চাইলে তিনি আমাকে ঠেলে ঘর থেকে বের করে দেন। পরবর্তীতে রকিব আলীকে দিয়ে তিনি বিছানা উল্টিয়ে উক্ত কাগজের মোড়াটা তুলিয়ে আনেন। তখন এর ভেতর একটি চাকু দেখতে পাই। মধ্যরাতে পুরুষ বিহিন আমার বাড়িতে এসব না করে পাশের বাড়ির স্থানীয় ইউপি সদস্যকে ডেকে আনার কথা বললে তিনি আমায় অশ্লিল ভাষায় গালাগাল করেন। কাঁদো কাঁদো গলায় মাহমুদা বেগম প্রবাসী রহিম আলী ও পুলিশের হয়রানি থেকে বাঁচতে সকলের সহযোগিতা কামনা করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সমাজসেবী আব্দুর রব, ছমির আলী, আলমাছ আলী, ছুরুক আলী,আব্দুল খালিক, ফয়ছল আহমদ, মিছির আলী, মাহমুদা বেগম, আমিনা বেগম, লুৎফা বেগম, জাসনা বেগম, রুজিনা বেগম সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।