ওসমানীনগর ডেইরি ফার্মারস এসোসিয়েশনের উদ্যোগে ভ্যাকসিন কর্মসূচি শুরু

সুরমা নিউজ
প্রকাশিত হয়েছে : ১১:২৭:৪০,অপরাহ্ন ১৭ অক্টোবর ২০১৯ওসমানিনগর ডেইরি ফার্মারস এসোসিয়েশনের উদ্যোগে সপ্তাহব্যপী ফ্রি FMD ভ্যাকসিনেশন কর্মসূচি শুরু হয়েছে। ওসমানিনগর প্রাণীসম্পদ অধিদপ্তরের কারিগরি সহায়তায় আজ থেকে এই ফ্রি ভ্যকসিনেসন কর্মসূচি শুরু হয়েছে। এর উদ্ভোধন করেন ওসমানিনগরের প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ রফিকুল ইসলাম। উপস্তিত ছিলেন ওসমানিনগর ডেইরি ফার্মাস এসোসিয়েশনের সভাপতি শাহ আমিনুর রহমান,সাধারন সম্পাদক আবুল কাশেম মামুন,কোষাধ্যক্ষ আব্দুল হাফিজ এনাম এবং ডেইরি ফার্মাস এসোসিয়েসনের নের্তৃবৃন্দ।