ওসমানীনগর থানায় বিজ্ঞপ্তি, হয়রানি শিকার হলে ০১৭১৩৩৭৪৩৬৮ কল করুন

ওসমানীনগর প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ৭:০৩:৩৪,অপরাহ্ন ১৯ অক্টোবর ২০১৯
পুলিশি সেবা নিশ্চিত করতে সিলেট জেলা পুলিশ সুপারের দিক নির্দেশনায় বিজ্ঞপ্তি বোর্ড স্থাপন করেছেন ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত ওসি এসএম মাইন উদ্দিন। গতকাল শনিবার থানার বাহিরের মূল গেটের সামনে একটি এবং ডিউটি অফিসারের রুমে আরেকটি বোর্ড স্থাপন করা হয়।
বিজ্ঞপ্তি বোর্ডে থানায় মামলা, জিডি বা কোন অভিযোগ গ্রহণ, পুলিশ ক্লেয়ারেন্স ও ভেরিফিকেশন সেবা প্রদানে অস্বীকৃতি, বিলম্ব, অনীহা, আর্থিক লেনদেন বা কোন রকম হয়রানির শিকার হলে অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) জনাব ইমাম মোহাম্মদ শাদিদ এর সাথে ০১৭১৩৩৭৪৩৬৮ নম্বরে যোগাযোগ করতে বলা হয়।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত ওসি এসএম মাইন উদ্দিন বলেন, পুলিশ সুপার স্যারের দিক নির্দেশনায় বিজ্ঞপ্তি বোর্ড গুলো স্থাপন করা হয়েছে। পুলিশি সেবা পেতে কেউ হয়রানির শিকার হলে উর্ধতন কর্তৃপক্ষের কাছে সহজে অভিযোগ করতে পারবেন ভুক্তভোগিরা।