ওসমানীনগরে দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের কিরাত শুনানি কাল

মোঃ আব্দুস শহিদঃ
প্রকাশিত হয়েছে : ৪:২২:২৭,অপরাহ্ন ২৪ অক্টোবর ২০১৯দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট এর লতিফিয়া কারি সোসাইটি ওসমানীনগর উপজেলা শাখার যারা আবেদন করেছেন তাদের কিরাত শুনানি আগামী কাল ২৫ অক্টোবর, রোজ শুক্রবার সকাল ১০ ঘটিকার সময় আহমদিয়া দাখিল মাদরাসা মোল্লাপাড়ায় অনুষ্ঠিত হবে।
সোসাইটির সাধারণ সম্পাদক এম এ রব জানান, যারা আবেদন করেছেন আগামীকাল নিয়োগপত্র, সনদ, সোসাইটির পরিচয় পত্র ও শুনানির শীলকৃত নিয়োগপত্র সকল মেইন কপি নিয়ে যথা সময়ে উপস্থিত থাকার জন্য আহবান করেছেন। প্রয়োজনে ০১৭১৬৯৩৯৯১৮