ওসমানীনগরে যুবদল নেতার পিতার মৃ্ত্যুতে লুনা ও উপজেলা বিএনপির শোক

সুরমা নিউজ ২৪ ডট নেট
প্রকাশিত হয়েছে : ৭:১৫:০৯,অপরাহ্ন ২০ জানুয়ারি ২০২৩ওসমানীনগর উপজেলা যুবদলের যুগ্ন-আহবায়ক ও উপজেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইসলাম উদ্দীনের পিতার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম. ইলিয়াস আলীর সহধর্মীনি তাহসিনা রুশদীর লুনা।
এক শোক বার্তায় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
শোক বার্তায় তিনি বলেন, যুবদল নেতা ইসলাম উদ্দীনের পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। দোয়া করি মহান রাব্বুল আলামীন যেন তাহাকে বেহেশত নসীব এবং শোক সন্তপ্ত পরিবারবর্গকে ধৈর্য ধারণের তাওফিক দান করেন।
ওসমানীনগর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের শোকঃ অপরদিকে অনুরূপ আরেক শোক বার্তায় মরহুমের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি এস টি এম ফখর উদ্দীন চেয়ারম্যান, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ, সিনিয়র সহ-সভাপতি মুজাহিদ আহমদ, যুগ্ন-সাধারণ সম্পাদক কয়েছ আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোঃ রায়হান আহমদ, মোহাম্মদ আব্দুল জমির সহ উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত সোমবার (১৬ জানুয়ারী) বিকালে ওসমানীনগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইসলাম উদ্দিনের পিতা গোয়ালাবাজার ইউনিয়নের এওলাতৈল গ্রামের প্রবীণ মুরুব্বি কদর উদ্দিন তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন।