কবিগুরুর ১৬১তম জন্মজয়ন্তী আজ

সুরমা নিউজ ২৪ ডট নেট
প্রকাশিত হয়েছে : ২:২২:১৯,অপরাহ্ন ০৮ মে ২০২২বাংলা সাহিত্যের অবারিত দিগন্ত উন্মোচন করা সাহিত্যিক ও বাংলাদেশসহ তিন দেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা, নোবেল বিজয়ী, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মদিন আজ। বাংলা ১২৬৮ সালের ২৫ বৈশাখ (ইংরেজি ১৮৬১ সালের ৮ মে) কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেন বাংলা সাহিত্যের এ মহান রূপকার। অনন্য সব সৃষ্টি গল্প, কবিতা, উপন্যাস, ছোটগল্প ও অসংখ্য গানের মধ্য দিয়ে বাংলা সাহিত্য ও সংস্কৃতিকে সারা বিশ্বের কাছে পৌঁছে দিয়েছেন তিনি। বাঙলির মানসপটে তিনি সদাই বিরাজমান। তিনি আমাদের অহংকার। তার সাহিত্যকর্ম, সঙ্গীত, জীবনদর্শন, মানবতা-সবই সত্যিকারের বাঙালি হতে চিরকাল অনুপ্রেরণা দেয়।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন। বাণীতে রাষ্ট্রপতি বলেন, রবীন্দ্রনাথ বাঙালির অমৃতসন্তান। তার গান বাংলাদেশের জাতীয় সংগীত। বাঙালি সংস্কৃতির বিকাশ, বাঙালি জাতীয়তাবাদের উন্মেষ এবং স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়ে রবীন্দ্রনাথ ছিলেন আমাদের প্রেরণাশক্তি।
প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন, বাঙালির অস্তিত্ব ও চেতনার সঙ্গে রবীন্দ্রনাথ মিশে আছেন। আমাদের মহান মুক্তিযুদ্ধে তার গান হয়ে উঠেছিল প্রেরণার উৎস। তার জীবনাদর্শ ও সৃষ্টিকর্ম শোষণ-বঞ্চণামুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার ক্ষেত্রে চিরদিন বাঙালিকে অনুপ্রাণিত করবে।
রবীন্দ্রনাথ ঠাকুরের মা সারদাসুন্দরী দেবী এবং বাবা বিখ্যাত জমিদার ও ব্রাহ্ম ধর্মগুরু দেবেন্দ্রনাথ ঠাকুর। ৮ বছর বয়সে তিনি কবিতা লেখা শুরু করেন। ১৮৯১ সাল থেকে পিতার আদেশে নদিয়া, পাবনা, রাজশাহী ও ওড়িশ্যার জমিদারি তদারকি শুরু করেন রবীন্দ্রনাথ। কুষ্টিয়ার শিলাইদহের কুঠিবাড়িতে তিনি দীর্ঘসময় অতিবাহিত করেন। ১৯০১ সালে তিনি সপরিবারে শিলাইদহ ছেড়ে চলে আসেন বীরভূমের বোলপুর শহরের উপকণ্ঠে শান্তিনিকেতনে। তার জীবদ্দশায় ও মৃত্যুর পর প্রকাশিত হয়েছে ৫২টি কাব্যগ্রন্থ, ৩৮টি নাটক, ১৩টি উপন্যাস ও ৩৬টি প্রবন্ধ ও অন্যান্য গদ্যসংকলন।
কর্মসূচি : আজ নানা বর্ণাঢ্য আয়োজনে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উদ্যাপন করবে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও সংগঠন। বিটিভিসহ বিভিন্ন স্যাটেলাইট চ্যানেল ও বেতারেও সম্প্রচার করা হবে নানা অনুষ্ঠান। জাতীয় সংবাদপত্রগুলোও বিশেষ সাময়িকী প্রকাশ করেছে।