কবি কাজী নজরুলের বাংলায় দুর্নীতিবাজদের পরাস্ত করতে হবে

প্রেস বিজ্ঞপ্তি:
প্রকাশিত হয়েছে : ৪:২০:৫৩,অপরাহ্ন ২৫ মে ২০২২দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের নেতৃবৃন্দ মানবতার অগ্রদূত সাম্যের কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্ম বার্ষিকতে গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, রবিন্দ্র-নজরুল, তিতুমীর-খান জাহান আলী, শাহজালাল, ফকির মজনু শাহ, শ্রী চৈত্রন্যের জন্মভূমি, ফকির দরবেশ, সাধু সন্নানী ও লাখ শহীদের রক্তে কেনা এই বাংলাদেশকে দুর্নীতিবাজরা অক্টোপাসের মত ঘিরে ফেলেছে। লুটপাট নৈরাজ্যের কারণে রাষ্ট্র ও সমাজে এক মহাবিশৃঙ্খলা বিরাজ করছে।
এদের কারণে দ্রব্যমূল্যের ঊর্ধ্ব গতি, জ্বালানী খাতে অস্থিরতা জনজীবনে নাভিশ্বাস হয়ে উঠেছে। নেতৃবৃন্দ কবি নজরুলের দেশপ্রেম, খোদভীরুতা ও অন্যান্য ধর্মাবলম্বিদের প্রতি শ্রদ্ধার ভূয়সী প্রশংসা করে বলেন, সাহিত্য চর্চা করতে গিয়ে বলেন, নজরুল তার উৎস ও ঠিকানা ভুলে জাননি। তিনি ছিলেন নির্যাতিত, নিপীড়িত মানুষের দাবী আদায়ের অন্যতম প্রেরণাকারী। বাংলা ও ইসলামী সাহিত্যকে তিনি সমৃদ্ধ করে বিশ্বদরবারে বাঙালিকে পরিচিত করেছেন। তাই কবি নজরুলের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বাংলার জমিনে দুর্নীতিবাজদেরকে পরাস্ত করতে হবে।
বুধবার (২৫ মে) বেলা ১১টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্ম বার্ষিকী উপলক্ষে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সিলেট নগরীর রিকাবীবাজারস্থ কবি নজরুল একাডেমীতে স্থাপিত মোরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও দোয়া মাহফিল পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় নেতৃবৃন্দ উপরোক্ত কথাগুলো বলেন।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক মকসুদ হোসেন, দক্ষিণ সুরমা সুরমা শাখার উপদেষ্টা বিশিষ্ট শিক্ষাবিদ ও ব্যবসায়ী নেছারুল হক চৌধুরী, কেন্দ্রীয় সদস্য আব্দুল মোতাওয়াল্লী ফলিক, রফিকুল ইসলাম শিতাব, স্বরোজ ভট্টাচার্য্য, মুক্তাদির কিবরিয়া সিরাজী, যুবনেতা আমীন তাহমীদ, গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় নেতা শহীদ আহমদ খান প্রমুখ।