কমরেড আফরোজ আলী আর নেই

ওসমানীনগর প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ৮:৫৫:৩৯,অপরাহ্ন ২৪ জুলাই ২০২২বাংলাদেশ সাম্যবাদী দলের কেন্দ্রীয় নেতা, ওসমানীনগরের কাশিকাপন নিবাসী (তাজপুর স্কুলরোডের বর্তমান বাসিন্দা) কমরেড আফরোজ আলী আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
রোববার (২৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিলেটের নর্থইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭২ বছর।
এদিকে, কমরেড আফরোজ আলীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিলেট-০২ আসনের সাবেক সংসদ সদস্য, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অরুনোদয় পাল ঝলক, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি উজ্জ্বল ধর ও সাধারণ সম্পাদক শিপন আহমদ। পৃথক পৃথক শোকবার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।