কমলগঞ্জের চৈত্রঘাট ব্রিজের উপর ৫ টনের অধিক যান চলাচল নিষিদ্ধ

মৌলভীবাজার প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ৭:৫০:১৮,অপরাহ্ন ১৭ ডিসেম্বর ২০২২মৌলভীবাজার-শমশেরনগর-চাতলা চেকপোষ্ট (জেড-২০২২) সড়কের ৯ম কিলোমিটারে অবস্থিত কমলগঞ্জ উপজেলার চৈত্রঘাট ব্রিজের পার্শস্থ ধলাই নদীর পাড়ের মাটি বসে যাওয়ায় উক্ত সেতু এপ্রোচ দিয়ে মালামালসহ ৫ টনের অধিক ভারী যানবাহন চলাচল না করার জন্য সড়ক ও জনপথ বিভাগ থেকে জরুরি বিজ্ঞপ্তি জারী করা হয়েছে।
শনিবার (১৭ ডিসেম্বর) সড়ক ও জনপথ বিভাগ, মৌলভীবাজার এর নির্বাহী প্রকৌশলী মো: জিয়া উদ্দিন স্বাক্ষরিত এক জরুরী বিজ্ঞপ্তিতে চৈত্রঘাট ধলাই ব্রিজের এপ্রোচ মেরামত না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট সকলকে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানানো হয়। এ ব্যাপারে সকলের সার্বিক সহযোগিতা কামনা করা হয়।
কমলগঞ্জে চৈত্রঘাট ব্রিজের ওপর দিয়ে ৫ টনের অধিক ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ সংক্রান্ত জরুরী বিজ্ঞপ্তির অনুলিপি বিভিন্ন দপ্তরে প্রদান করা হয়।