কমলগঞ্জে কোভিড-১৯ প্রতিরোধে সর্বধর্মীয় নেতৃবৃন্দের নিয়ে কর্মশালা

মৌলভীবাজার প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ৯:০৯:২৪,অপরাহ্ন ২৭ জুন ২০২২
“কোভিড-১৯ প্রতিরোধঃ ঝুঁকি নিরুপন যোগাযোগ, জনসম্পৃক্ততা এবং টিকা-বার্তা যোগাযোগ জোরদারকরণ” প্রকল্পের আওতায় সর্বধর্মীয় নেতৃবৃন্দদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টায় কমলগঞ্জ উপজেলা কৃষি অফিসারের হলরুমে এডাবের সহযোগি সংস্থা সৃষ্টি সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম।
সংস্থার উপদেষ্টা সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথের সভাপতিত্বে ও সৃষ্টি সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক পরিতোষ দেব এর স ালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মো. জনি খান, উপজেলা মেডিকেল টেকনোলজি (ইপিআই) আশরাফুল ইসলাম, ইসলামি ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মাও: ইকবাল হোসেন চৌধুরী, এডাব মৌলভীবাজার এর আইএসপি রোকসানা আক্তার।
আলোচনায় অংশগ্রহণ করেন কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি পিন্টু দেবনাথ, সাংবাদিক জয়নাল আবেদীন, ধর্মীয়নেতা হাফেজ এম, এ, ওহাব, মাও: মবশ্বির আলী, মাও: মো. আবু বক্কর, পুরোহিত রনজিৎ অধিকারী, সুমন ভট্টাচার্য্য, সৃষ্টি সমাজ কল্যাণ সংস্থার ফোকাল পার্সন সায়েদ আলী ও প্রকল্প সমন্বয়কারী সৈয়দ আজহারুল ইসলাম প্রমুখ।
কর্মশালায় কোভিড-১৯ প্রতিরোধে সকলকে সচেতনতা, টিকা জোরদারকরণে সর্বধর্মীয় নেতৃবৃন্দ যার যার অবস্থান থেকে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং সৃষ্টি সমাজ কল্যাণ সংস্থার এরকম আয়োজনকে সাধুবাদ জানান।