কমলগঞ্জে ছাদ থেকে পড়ে মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ৬:২১:০৭,অপরাহ্ন ০৩ ডিসেম্বর ২০২২মৌলভীবাজারের কমলগঞ্জে ছাদ থেকে পড়ে আব্দুস শহিদ নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শনিবার (৩ ডিসেম্বর) দুপুরে দুর্গাপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। আব্দুস শহিদ(৫০) কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের দুর্গাপুর গ্রামের বাসিন্দা।
জানা যায়, আব্দুস শহিদ দুপুরে তার নিজ বাড়িতে তিন তলা বাড়ির ছাদের উপড় থেকে বাঁশ কাটতে উঠেন। পরে অসাবধানতাবশত ছাদ থেকে পড়ে যান। পরে পরিবারের লোকজন মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।