কমলগঞ্জে পরিত্যক্ত দুটি বন্দুক উদ্ধার

সুরমা নিউজ ২৪ ডট নেট
প্রকাশিত হয়েছে : ৭:১৪:২৩,অপরাহ্ন ৩১ অক্টোবর ২০১৯
মৌলভীবাজারের কমলগঞ্জের ইসলামপুর ইউপি থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি বন্দুক উদ্ধার করেছে বিজিবি। বৃহস্পতিবার দুপুরে ইউপির সোনারায় পঁচিশের মূখ গোলটিলা জঙ্গল থেকে বন্দুকগুলো উদ্ধার করা হয়। কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান জানান, ৪৬ ব্যাটালিয়নের কুরমা ক্যাম্পের বিজিবি হাবিলদার আবু বক্কর সিদ্দিকির নেতৃত্বে একটি টহল দল গোলটিলা সোনারায় টহল দিচ্ছিল। টহলের সময় দলটি জঙ্গলের ফাঁড়ি পথে (পায়ে হাঁটা রাস্তা) পুরনো একনলা দুটি বন্দুক পড়ে থাকতে দেখেন। পরে বন্দুকগুলো উদ্ধার করে থানায় হস্তান্তর করা হয়।