কমলগঞ্জে প্রতিপক্ষের হামলায় আহত ৭

মৌলভীবাজার প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ৮:২৮:০২,অপরাহ্ন ১৯ জুলাই ২০২২মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দক্ষিণ গ্রাম এলাকায় ভূমি সংক্রান্ত বিরোধেরে জেরে প্রতিপক্ষের ৭ জন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মৃত আব্দুল গফুর এর রেখে যাওয়া সম্পত্তি জবর দখলের পায়তারা করছে একটি পক্ষ। এনিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জের ধরে গত ১৭ জুলাই রাত অনুমান সাড়ে ৮টায় এলাকার সোয়েব মিয়া, ভুট্রো মিয়া, শরিফ মিয়া, ফরিদ মিয়া, সোহেল মিয়া, হোসনি মিয়া গংরা মিলে টিলা বাড়ী এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় রক্তাক্ত জখমসহ আহত হয়েছেন ৭ জন।
আহতরা হলেন রফিকুল মিয়া (৪২) শাহাব উদ্দিন মিয়া (৩৬) বুলবুল আহমদ (৩০) সাইফুল মিয়া (৩৬) নজরুল ইসলাম (৩৭) রাজ্জাক মিয়া (৪০) সাইফুদ্দিন (৩০)।
আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাদেরকে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়।
এব্যপারে কমলগঞ্জ থানার এস আই কামরুল ইসলাম ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেন।