কমলগঞ্জে যুক্তরাজ্য প্রবাসী অধ্যক্ষ ফখর উদ্দিনকে সংবর্ধনা

মৌলভীবাজার প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ৮:৫৫:৪৬,অপরাহ্ন ২৮ জুলাই ২০২২
মৌলভীবাজারের কমলগঞ্জে বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক ও একাধিক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী অধ্যক্ষ ফখর উদ্দিন চৌধুরীর স্বদেশ আগমন উপলক্ষে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার পতনঊষার ইউনিয়নের রাজদিঘীরপার বাজার ব্যবসায়ী সমিতির আয়োজনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো: রফিকুর রহমান।
রাজদিঘীরপার বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুস শহীদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পতনঊষার ইউপি চেয়ারম্যান অলি আহমেদ খান, সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তওফিক আহমেদ বাবু, সেলিম আহমেদ চৌধুরী, সমাজসেবক আব্দুর রহিম মাষ্টার, আওয়ামী লীগ নেতা ইলিয়াছুর রহমান মহরম, শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল বশর জিল্লুল। ছাত্রনেতা রুমেল আহমেদ রিফাতের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সিদ্দেক আলী, প্রভাষক মো: আব্দুল আহাদ, প্রধান শিক্ষক মিছবাহুর রহমান, পোষ্ট মাষ্টার আব্দুল মন্নান, রুমেল আহমদ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
বক্তারা বলেন, ফখর উদ্দিন চৌধুরী এই এলাকায় শিক্ষা বিস্তারে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর এই অবদান অনস্বীকার্য। ইতিহাসের পাতায় মাইলফলক হিসাবে থাকবে।