কমলগঞ্জে ৪ জুয়াড়ি আটক

মৌলভীবাজার প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ৬:০৯:৫৪,অপরাহ্ন ১৮ অক্টোবর ২০১৯
মৌলভীবাজারের কমলগঞ্জে জুয়া খেলার সময় খেলার উপকরণসহ ৪ জুয়াড়িকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত ২টায় কমলগঞ্জ-আদমপুর সড়কের দক্ষিণ তিলকপুর গ্রাম এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকৃতরা হলো হুমেরজান গ্রামের তারিক মিয়ার ছেলে কাউসার মিয়া (৩০), মাটিয়া মসজিদ গ্রামের আব্দুল আলীর ছেলে সাগর মিয়া (২৪), উত্তরভাগ গ্রামের কেরামত আলীর ছেলে আব্দুস সামাদ (২২) ও নৈনারপার গ্রামের বারিক মিয়ার ছেলে আলতা মিয়া (২৮)।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার এএসআই গোলাম মোস্তফা, এএসআই উত্তম কৈরী ও এএসআই সবুজ মিয়ার নেতৃত্বে একদল পুলিশ সদর ইউনিয়নের দক্ষিণ তিলকপুর গ্রামে অভিযান চালায়। একদল জুয়াড়ি জুয়া খেলার এসময় পুলিশি অভিযানে নগদ কিছু অর্থসহ জুয়া খেলার উপকরণসহ ৪ জুয়াড়িকে আটক করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, জুয়া আইনে থানায় একটি মামলা হলে আটককৃতদের গ্রেফতার দেখানো হয়েছে।