কুলাউড়ায় বিজয় মেলা ১৩-১৭ ডিসেম্বর

মৌলভীবাজার প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ৫:২৭:৫০,অপরাহ্ন ০৫ ডিসেম্বর ২০২২কুলাউড়া পৌরসভার আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় মেলার প্রস্তুতি সভা রবিবার সন্ধ্যায় পৌরসভা হলরুমে অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও গণমাধ্যমের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
কুলাউড়া পৌর সভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মেলাকে সফল করতে সবার সহযোগিতা কামনা করে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, কুলাউড়া থানার ওসি মো. আব্দুছ ছালেক, সিপিবি জেলা সভাপতি খন্দকার লুৎফুর রহমান প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি নওয়াবজাদা আলী ওয়াজেদ খান বাবু, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, পৌর আওয়ামী লীগ সম্পাদক গৌরা দে প্রমুখ।
সভায় আগামী ১৩ ডিসেম্বর থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত শহরস্থ ‘বঙ্গবন্ধু উদ্যানে’ ৫ দিনব্যাপী বিজয় মেলা করার সিদ্ধান্ত নেয়া হয়। মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদকে বিজয় মেলা উদযাপন কমিটির আহবায়ক করে একটি কমিটি ও বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলরদের নিয়ে পৃথক পৃথক উপকমিটি করার সিদ্ধান্ত গৃহিত হয়েছে।