কুলাউড়া প্রেসক্লাবের রজতজয়ন্তী উপলক্ষে দিনব্যাপি বিভিন্ন কর্মসূচি

মৌলভীবাজার প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ৩:৫৩:১৫,অপরাহ্ন ২৫ ডিসেম্বর ২০২২প্রেসক্লাব কুলাউড়ার রজতজয়ন্তী উদযাপন উপলক্ষে শনিবার ২৪ ডিসেম্বর সকাল ১১টায় প্রেসক্লাব কুলাউড়া প্রাঙ্গণ থেকে র্যালি বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কৃষি অফিস মিলনায়তনে এসে শেষ হয়।
র্যালী শেষে উপজেলা কৃষি অফিস মিলনায়তনে রজতজয়ন্তীর কেক কাটা ও আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি ও দৈনিক যুগান্তর প্রতিনিধি আজিজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুর রহমান খোন্দকার। আমন্ত্রিত অতিথির বক্তব্য দেন কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসক্লাব কুলাউড়া’র প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার নিজস্ব প্রতিবেদক স্বপন কুমার দেব রতন।
আরও বক্তব্য রাখেন প্রেসক্লাব কুলাউড়ার সাধারণ সম্পাদক চৌধুরী আবু সাঈদ ফুয়াদ, সিনিয়র সহ-সভাপতি ময়নুল হক পবন (দৈনিক নয়া দিগন্ত), সহ সভাপতি প্রভাষক মো. মানজুরুল হক, যুগ্ম সম্পাদক, মো. নাজমুল ইসলাম (দৈনিক ইনকেলাব ও সবুজ সিলেট), সহ-সম্পাদক মো. তাজুল ইসলাম (দৈনিক খোলা কাগজ), সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন কবির (দৈনিক মানব জমিন) সহ-সাংগঠনিক সম্পাদক জসিম চৌধুরী (দৈনিক মানবকন্ঠ), কোষাধ্যক্ষ সৈয়দ আশফাক তানভীর (দৈনিক সমকাল), সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শহীদুল ইসলাম তনয় (বিভাগীয় সম্পাদক, মানব ঠিকানা), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জুয়েল দেব (ফটো সাংবাদিক, মানব ঠিকানা), দপ্তর সম্পাদক শাহ আলম শামীম (দৈনিক কাজিরবাজার), নির্বাহী সদস্য মোক্তাদির হোসেন (দৈনিক দিনকাল) প্রমুখ।
সভায় বক্তারা বলেন, কুলাউড়া সমস্যা ও সম্ভাবনা নিয়ে গণমাধ্যম সবসময় সোচ্চার। শক্তিশালী গণমাধ্যম থাকায় কুলাউড়া খবরগুলো সবসময় জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় প্রতিদিনই স্থান করে নেয়। অতিথিবৃন্দ প্রেসক্লাবের পথচলায় ও অগ্রযাত্রায় নিজেদের অবস্থান থেকে ভুমিকা রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় প্রেসক্লাবের পক্ষ থেকে প্রতিষ্ঠাতা সভাপতি স্বপন কুমার দেব রতন, সাবেক সভাপতি আব্দুল বাছিত বাচ্চু ও কয়ছর রশীদকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।