কুলাউড়ায় উদযাপিত হবে বিশ্বকবির সিলেট আগমনের একশ বছর পূর্তি

স্বপন দেব, মৌলভীবাজার:
প্রকাশিত হয়েছে : ১০:১৪:৫৭,অপরাহ্ন ০১ নভেম্বর ২০১৯কবিগুরু রবীন্দ্র নাথ ঠাকুরের সিলেট আগমনের একশ বছরপূর্তি অনুষ্ঠান কুলাউড়ায়ও উদযাপিত হবে। দিনটি উদযাপন উপলক্ষে আগামী সোমবার(৪ নভেম্বর) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে উদযাপন কমিটি।
জানা যায়, কবিগুরু রবীন্দ্র নাথ ঠাকুর সিলেট এসেছিলেন ট্রেনযোগে। সেই ট্রেনে করে সিলেটে যাত্রাকালে রাত্রি অতিবাহিত করেছিলেন কুলাউড়া স্টেশনে। তাই কবিগুরুর পদধুলোয় ধন্য কুলাউড়ায় দিবসটি সাড়ম্বরে পালিত হবে। কুলাউড়া ডাকবাংলো মাঠে পালিত হবে অনুষ্টানমালা।
অনুষ্ঠান উদযাপন কমিটির সদস্য সচিব কুলাউড়া ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ আব্দুল হান্নান জানান, দিবসটি উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। দিনব্যাপি নানা অনুষ্ঠানমালা পালিত হবে। অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে র্যালী, উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা, সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বিশেষ অতিথি থাকবেন বিশিষ্ট রবীন্দ্র শিল্পী রেজোয়ানা চৌধুরী বন্যা।
সন্ধ্যার পরে রেজোয়ানা চৌধুরী বন্যার পরিবেশনায় রবীন্দ্র সংগীত পরিবেশিত হবে। এছাড়া স্থানীয় শিল্পীদের পরিবেশনায় থাকবে সঙ্গীত ও নৃত্য পরিবেশনা। অনুষ্ঠান বাস্তবায়নে ইতোমধ্যে উদযাপন কমিটি গঠন করা হয়েছে। উদযাপন কমিটির আহবায়কের দায়িত্ব পালন করছেন সাবেক সচিব আব্দুর রউফ। এছাড়া অনুষ্ঠান সফল করতে বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়েছে।