কুলাউড়ায় দেয়াল চাপা পড়ে মহিলার মৃত্যু

কুলাউড়া প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ২:৩৬:২৬,অপরাহ্ন ২৭ অক্টোবর ২০১৯
মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের বিলেরপার গ্রামে মাটির দেয়াল চাপায় নেওয়ারুন বেগম ( ৩৫) নামে এক মহিলার মৃত্যু হয়েছে।
হাজিপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্চু জানান, বিলেরপার গ্রামের বয়তুল্লাহ মিয়ার স্ত্রী নেওয়ারুন বেগম গত শনিবার বিকেলে ঘরের মাটির দেয়াল চাপায় গুরুতর আহত হন।
পরে পরিবারের লোকজন প্রথমে তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক নেওয়ারুনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সিলেট হাসপাতালে চিকিৎসারত অবস্থায় রোববার ভোরে নেওয়ারুন বেগমের মৃত্যু হয়।